দেখতে দেখতে ঘনিয়ে আসছে বিশ্বকাপ শুরুর সময়, শেষমুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিতে ব্যস্ত অংশগ্রহণকারী দেশগুলো। আগামী ২৪ মে আইসিসির ‘সাপোর্টিং পিরিয়ড’ শুরুর আগে নিজেদের গরজে লেস্টারে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
সেটিও চলে এসেছে শেষদিনে। আগামীকাল (বৃহস্পতিবার) কার্ডিফের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আজ (বুধবার) শেষবারের মতো লেস্টারে অনুশীলন করছে বাংলাদেশ স্কোয়াডের ১৩ সদস্য। স্থানীয় সময় সকাল দশটায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) শুরু হয়েছে লেস্টারে শেষদিনের অনুশীলন। যা চলবে প্রায় তিন ঘণ্টা বেশি সময় ধরে।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/cricket/501921